Web bengali.cri.cn   
আমির খান
  2013-05-30 16:48:33  cri

আমির সক্রিয়ভাবে নানা ধরনের সামাজিক কল্যাণকর কার্যক্রমে অংশ নিয়ে থাকেন। তিনি মনে করেন, একজন চলচ্চিত্র নির্মাতা ছাড়াও, তিনি এই সমাজেরই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একজন সাধরণ নাগরিক। তিনি 'আর্থ আওয়ার' কার্যক্রমের ভারতীয় অঞ্চলের মুখপাত্র। তিনি বিনা খরচে ভারতীয় শিশুদের পুষ্টিহীনতা প্রতিরোধমূলক কার্যক্রমের দূত এবং গণতান্ত্রিক সংস্কার সংস্থার দূতের দায়িত্ব পালন করছেন।

২০১১ সালে আমির আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ শিশু তহবিলের ভারতীয় অঞ্চলের দূতের দায়িত্ব গ্রহণ করেন। আমির আগে বললেন, 'আমি কখনও রাজনীতিতে যোগ দেবো না।' তিনি বলেন, চলচ্চিত্রই তাঁর সারা জীবনের পেশা। তিনি একজন শিল্পী হিসেবে বা শিল্পির মর্যাদা দিয়েই কিছু মাত্রায় সমাজে বা রাজনীতিতে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে চান।

প্রিয় শ্রোতা, আজকের আলোছায়া অনুষ্ঠান এখানেই প্রায় শেষ হলো। এখানে একটি ঘোষণা আরও একবার করতে চাই। শ্রোতাবন্ধু, চলতি বছরের মার্চ মাস থেকে প্রতি মাসে যারা আলোছায়া অনুষ্ঠান নিয়মিতভাবে শুনেন এবং আমাকে ই-মেইল বা চিঠি লিখে অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত এবং উপলব্ধি জানান, এদের মধ্য থেকে প্রতিমাসে একজন উত্সাহী শ্রোতা নির্বাচন করা হবে এবং তার জন্য বাংলা বিভাগ এবং আমার পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি উপহার।

আমি আপনাদের চিঠি বা ই-মেইল অপেক্ষায় রইলাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এখন শুনুন আমার সহকর্মী সাইদুর রহমান লিপনের পরিবেশিত আলোছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। চাই চিয়েন।

লিলি


1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040