|
প্রিয় শ্রোতা, এখন আমার সঙ্গে 'গজনী' নামে আমিরের অভিনীত চলচ্চিত্রের একটি গান শুনবো। গানের নাম হলো 'গুজারিশ' ।
'সত্যমেভ জয়তে' শিরোনামে আমিরের পরিকল্পনা এবং উপস্থাপনায় একটি টিভি অনুষ্ঠান ২০১২ সালের ৬ মে সম্প্রচার শুরু হয়। মোট ১৩টি পর্বে নির্মাণ করা হয় এই এ অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে প্রতিটি পর্বে ভারতে নানা প্রান্তে ছড়িয়ে থাকা একটি সামাজিক সমস্যা তুলে ধরা হয়। বিশেষ ধরণের এই টিভি অনুষ্ঠান তৈরী করার জন্য আমির এবং তাঁর দল প্রায় দু'বছরব্যাপী একটি তদন্ত কমিটির মাধ্যমে গবেষণা, তথ্য-উপাত্ত সংগ্রহ অভিযান পরিচালনা করে। অনুষ্ঠানটি এতই জনপ্রিয় হয়ে ওঠে যে এটি ভারতের প্রায় সকল প্রাদেশিক ভাষায় রূপান্তরিত করে সম্প্রচার করা হয়। বলা হয়ে থাকে যে, এটিই হচ্ছেও ভারতের প্রথম কোনো টিভি অনুষ্ঠান যা জনপ্রিয়তা, অনুষ্ঠানের দর্শক সংখ্যা এবং সামাজিক প্রভাব মানদন্ডে ইতিহাস রচনা করতে সক্ষম হয়।
'সত্যমেভ জয়তে' অনুষ্ঠানের প্রথম পর্বে ভারতীয় পিতৃতান্ত্রিক সমাজের গভীরের একটি সমস্যা- 'নারীদের গর্ভপাত' বিষয়টি তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী পিতৃতান্ত্রিক ধারণার নেতিবাচক প্রভাবের কারণে মেয়ে শিশুদের গর্ভপাত করানোর মতো অন্যায় আর অমানবিক ঘটনা ভারতে বেশ অহরহ ভাবেই হয়ে থাকে। কিন্তু আমির খান এই সমস্যাকে হালকা ভাবে দেখলেন না, বরং তিনি এই অমানুষিক অভিজ্ঞতার মুখোমুখী মায়েদের, সংশ্লেষ্ট বিষয়ের সংবাদদাতা, উকিল এবং চিকিত্সকসহ সমাজের বিভিন্ন মহলের অতিথিদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের সম্মুখে এবং তাঁদের যুক্তি আর মতামত নিয়েই এই সামাজিক প্রপঞ্চের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা আর নিন্দা করা হয়। এই অনুষ্ঠান সম্প্রচারের পর সারা ভারত জুড়ে সমাজের বিভিন্ন মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। বলিউডসহ অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান আমিরের এই সাহস এবং দায়িত্বশীল ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। তবে কিছু সংখ্যক সরকারী কর্মকর্তা আমিরের সমালোচনাও করেছেন। কিন্তু এই অনুষ্ঠানের প্রভাব এতই ব্যপকতা লাভ করে যে, এ অনুষ্ঠানটি সম্প্রচারের পর পরই ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ গর্ভপাতের বিরুদ্ধে কঠোরভাবে শাস্তি আরোপ করা শুরু হয়ে যায়। যেমন, মাহারাষ্ট্র রাজ্যে অনুষ্ঠানটি সম্প্রচারের মাত্র কয়েক দিনের মধ্যে ২৭ জন চিকিত্সককে গর্ভপাত করানোর অভিযোগে শাস্তি প্রদান করা হয় এবং চার জন চিকিত্সকের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়। আরও ৪০জনেরও বেশি চিকিত্সকের বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় তাদের ভাগ্যেও একই পরিণতি অপেক্ষা করে আছে। অনুষ্ঠানটি প্রচারের আগে অবৈধ্যভাবে গর্ভপাতের কারণে চিকিত্সক বা হাস্পাতালের বিরুদ্ধে দায়েরকৃত মামলার অভিযোগ বিভিন্ন আঞ্চলিক আদালতে জমা করা হয়।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |