|
যাচাই বাছাই এবং নিজ-বিবেচনায় একটি নির্দিষ্ট মানদন্ড ছাড়া অভিনয়ের জন্য চলচিত্রের কোনো স্ক্রীপ্ট গ্রহণ করেন না আমির খান । এ প্রসঙ্গে আমির বলেন, 'প্রথমে আমি স্ক্রীপ্ট পড়ি এবং পড়ার সময় আমি নিজেকে কেবল একজন দর্শক হিসেবেই মনে করি। তাই দর্শক হিসেবে এই স্ক্রীপ্টের গল্প আমাকে মুগ্ধ করতে পারল কিনা সেটাই আমার কাছে মূখ্য বিবেচ্য বিষয়। সে ক্ষেত্রে অভিনতা, পরিচালক, প্রযোজক যে মাধ্যমেই কাজ করি একই বিবেচনায় স্ক্রীপ্ট গ্রহণ করি আর এভাবেই কাজ করতে পছন্দ করি।'
প্রিয় শ্রোতা, এখন আমি আপনাদের জন্য 'রাং দে বসন্তী' নামে আমির খানের অভিনীতি চলচ্চিত্রের একটি গান শোনাবো। গানটির নাম হলো 'রাং দে বসন্তী' ।
ভালো একজন অভিনেতা হওয়া ছাড়াও, আমির একজন সফল প্রযোজক। ২০১১ সাল নাগাদ আমিরের প্রতিষ্ঠিত ছবি নির্মাতা প্রতিষ্ঠানের দশ বছর হয়ে গেছে। এই দশ বছরে তাঁর প্রতিষ্ঠান 'ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া' এবং 'তারে জামীন পার'সহ ছয়টি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করেছে। এক্ষেত্রেও অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের আমিরের প্রতিষ্ঠান একটু ভিন্ন। কারণ তিনি ছবির ব্যবসা সফলতার চেয়ে চলচ্চিত্রের গুণগত মান এবং সৃজনশীলতার ওপর বেশি গুরুত্বারোপ করেন। তাঁর প্রতিষ্ঠান ব্যবসা সফলতার সম্ভাবনা থাকা সত্ত্বেও কখনোই নিম্ন মানের ছবি নির্মাণে অর্থ লগ্নী করতে আগ্রহী নয়। কেননা নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমির খান ছবি নির্মাণ ও বিক্রয়ে জন্য নিজেকে কখনোই একজন ব্যবসায়ী হিসেবে দেখতে পছন্দ করেন না। একটানা দশ বছর ধরে নিজ প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখার প্রসঙ্গে আমির বলেন, 'আমি কেবল দু'পক্ষের জন্য দায়িত্ব পালন করি। এক পক্ষ হলো ছবির জন্য পুঁজি বিনিয়োগকারী এবং অপর পক্ষ হলো আমার দর্শক।' এমন সরল আর সহজ শিল্পদর্শন লালন করনে বলেই সম্ভবত তাঁর নির্মিত প্রায় সকল ছবির বাণিজ্যিক বিনিময়ের দিকটি যেমন সফল তেমনি নান্দনিক শিল্পকর্মেও তাঁর ছবি হয়ে ওঠে অসাধারণ। আমরা আশাকরি ভবিষ্যতে আমিরের প্রতিষ্ঠান আরও আরও বেশি সুন্দর উপভোগ্য শিল্পকর্ম উত্সর্গ করবে আমাদের জন্য, অন্যভাবে বলা যায়, তাঁর প্রিয় দর্শকদের জন্য।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |