Web bengali.cri.cn   
থ্রি ইডিয়টস
  2013-05-16 14:13:58  cri

পিয়া হলেন কলেজের পরিচালকের মেয়ে। তিনিই হচ্ছেন এ চলচ্চিত্রের প্রধান নারী চরিত্র। রেনচোর সঙ্গে বারবার ঝগড়ার মাধ্যমে তাঁদের দু'জনের ভালোবাসা গভীরতর হয়। অবশেষে রেনচোর দু'জন ভালো বন্ধু রাজু এবং ফারহানের সাহায্যে নিজের বিবাহ অনুষ্ঠান থেকে পালিয়ে রেনচোকে বিয়ে করেন।

দারুন নাটকীয় এবং অপ্রত্যাশিত একটি ব্যাপার ঘটে চলচ্চিত্রের শেষ অংশে। আগে সবাই মনে করতেন, রেনচো একটি ধনী পরিবারের ছেলে। আসলে তাঁর সত্যি নাম হলো ফাসাক ওয়াংটু। তিনি একটি ধনী পরিবারের পরিচারিকার ছেলে। ছোটবেলা থেকে তিনি লেখাপড়া করতে পছন্দ করেন বলে ঐ ধনী পরিবারের একমাত্র ছেলে রেনচোর নাম নিয়ে বিখ্যাত এই কলেজে ভর্তী হন। মূলত কলেজে তাঁর সব খরচ ঐ পরিবারই বহত করতো। মূলত রেনচোর নাম দিয়ে কলেজের স্নাতক ডিগ্রি পাওয়ার পর তাকে পুনরায় তাঁর আসল নাম পরিচয়ে ফিরে যাওয়ার শর্তেই পড়াশুনার সকল ব্যয় করতে সম্মত হয় ঐ ধনী পরিবারটি।

এ ছবিটিকে আমার ভীষণ ভাল লেগেছে এবং বেশ কয়েক বার আমি তা দেখেছি। প্রত্যেক বার দেখার পর নতুন নতুন অনুভূতি সৃষ্টি হয়েছে আমার মনে।

চলচ্চিত্রে প্রধান পুরুষ চরিত্র রেনচোর মুখে একটি কথা সব সময়েই ধ্বনীত হয় আর তা হলো all is well। যে কোন সময়ে আমাদের সামনে যে কোনো রকমের কাঠিন মূহুর্ত আসুক না কেন, আমাদের আশাবাদী হতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে সক্রিয় ভাবে তা মোকাবেলা করা উচিত্। এভাবে যে কোনো পরিস্থিতিতে সাফল্য অর্জন করা অনিবার্য হয়ে উঠতে পারে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040