Web bengali.cri.cn   
থ্রি ইডিয়টস
  2013-05-16 14:13:58  cri

আজকের অনুষ্ঠানে আমি 'থ্রি ইডিয়টস' শিরোনামে ভারতের একটি চলচ্চিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এটি হলো আমার সবচে প্রিয় ভারতীয় চলচ্চিত্রের মধ্যে অন্যতম একটি।

'থ্রি ইডিয়টস' শিরোনামে চলচ্চিত্রটি হলো ভারতের বলিউড চলচ্চিত্র এবং এটি 'ফাইভ পয়েন্ট সামওয়ান' শিরোনামে ভারতের বেস্টসেলার লেখক চেতন ভগতের উপন্যাস থেকে নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদের জন্য এ চলচ্চিত্রের প্রধান বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো।

দশ বছর আগে চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র রেনচো রয়্যাল কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হন। সেখানে তিনি রাজু এবং ফারহান নামে দুজনের সঙ্গে পরিচিত হন এবং দ্রুতই তাঁরা তিনজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। মূলত চলচ্চিত্রে এই তিন জনের মুগ্ধকর অসম্ভব সব রকম মৈত্রী আর বন্ধুত্বের সম্পর্ক বর্ণনা করা হয়।

রয়্যাল কলেজ অব ইঞ্জিনিয়ারিং হলো ভারতের একটি বিখ্যাত স্কুল। কিন্তু সেখানে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা করার একমাত্র মানদন্ড হলো লেখাপড়ার বার্ষিক ফলাফল। এখানেই হলো বিপত্তি, কেননা রেনচো কলেজের কঠিন সব নিয়ম মেনে কেবল পুথিঁগত পাঠ্যক্রমে অভ্যস্থ হয়ে উঠতে পারে না। ফল স্বরূপ সে কলেজের আইনগত এবং ঐতিহ্যবাহী শিক্ষাদানের সকল প্রচলিত ধারণা ও পদ্ধতি অস্বীকার করে নিজের সৌহার্দ, আনন্দ, উচ্ছল রসিকতা আর তাত্ক্ষণিক বুদ্ধিমত্তা দিয়ে আশেপাশের শিক্ষক ও সহপাঠীদের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করেন। তিনি প্রচলিত পদ্ধতি অনুযায়ী লেখাপড়া করতেন না এবং পরিক্ষা পদ্ধতিও অনুসরণ করতে চাইতেন না। এ কারণে শিক্ষক এবং কলেজের পরিচালক আদৌ পছন্দ করতেন না। অথচ মজার বিষয় হচ্ছে তিনিই সবসময় প্রথম স্থানের অধিকারী। স্নাতক ডিগ্রি পাওয়ার পর তিনি ৪০০ টি পৃথক পণ্যের ফর্মূলা আবিস্কার করা এক বিখ্যাত বিজ্ঞানী হয়ে ওঠেন। তিনি নিজের ধ্যান ধারনা আর পছন্দ অনুযায়ী জীবন কাটান এবং একটি স্কুলও প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি বিজ্ঞানসম্মত ধারণা দিয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040