|
প্রিয় শ্রোতা, আপনারা এখন চলচ্চিত্রের যে অংশ শুনছেন এখানে তাঁদের সুখী-দাম্পত্যময় জীবনের দৃশ্য দেখানো হয়।
এভাবে ইন সি'র গভীর মমতাপূর্ণ সেবার কারনে বছর ঘুরতে না ঘুরতে ইয়োং সু ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠে। কিন্তু সুস্থ্য হওয়ার পর ক্রমশই ইন সি'র সান্নিধ্যে ত্যক্তবিরক্ত হয়ে উঠতে থাকে। গ্রামীণ এই জীবনটা তার কাছে একঘেয়ে, কুরুচিপূর্ণ বলে মনে হয়, আর শারীরিক ভাবে অসুস্থ ইন সি এখন তার কাছে মস্ত এক ঝামেলার কারন হয়ে ওঠে।
ঠিকই সেই সময় তাঁর সাবেক মেয়েবন্ধু সিউল থেকে তাঁকে দেখার জন্য গ্রামে আসে। ইয়োং সু' সাবেক মেয়ে বন্ধুকে পেয়ে কিছু দ্বিধা সত্ত্বেও তাঁর সাথে রাজধানী সিউলে ফিরে যেতে চাইল।
উভয়ের সম্পর্ক ক্রমশই খারাপ দিকে এগোতে থাকে, এরকম এক পর্যায়ে ইয়োং সু অত্যধিক মদ পান করে এবং নেশার ঘোরে ইন সিকে বলে, 'তুমি আমাকে ছেড়ে দাও। আমি আগের জীবনে ফিরে যেতে চাই'। এ কথা ইন সি'কে ভীষণ ভাবে আঘাত করে, সে নির্বাক হয়ে যায়। ইন সি বুঝলো ইয়োং সু' বিন্দুমাত্র আর তাকে ভালবাসে, তাই সে বলল, 'তুমি, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও'।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |