|
ইয়োং সুর একজন রুমমেইট নিজের অসুখ নিয়ে তীব্র হতাশায় আত্মহত্যা করে। এই ঘটনা ইয়োং সুর মনে ভীষণ রকম প্রতিক্রিয়ার জন্ম দেয়। সে কোনো ভাবেই তার সুস্থ সুন্দর ভবিষত ভাবতে পারেনা আর আচরণ গত তার মধ্যে একধরনের হতাশাগ্রস্থ desperate mood সৃষ্টি হয়। এ সময়ে ইন সি' ভালবাসাপূর্ণ সেবা সান্নিধ্যে ইয়োং সু'র মন ধীরে ভালো হয়ে ওঠে। দু'জনের মধ্যে সাধারণ প্রেমিক-প্রেমিকার মতো প্রেমের সম্পর্ক তৈরী হয়।
তাঁদের দু'জনের ভালোবাসা দিনে দিনে গভীরতর হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এই সিদ্ধান্ত নেয় যে, স্বাস্থ্যনিবাসের এই পরিবেশের বাইরে কোথাও একটি বাড়ি ভাড়া করে দম্পতির মতো জীবন কাটাবেন।
ইন সি ইয়োং সুকে বলে, আমরা বিয়ে করবো না, কারণ আমি মারা যাবো। আমাকে কথা দাও, আমি যখন মারা যাবো তখন তুমি আমার পাশে থাকবে?
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |