আগে বলেছি, 'the pursuit of happyness' চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত কৃষ্ণাঙ্গ বিনিয়োগ বিশেষজ্ঞ ক্রিস গার্ডনার প্রকাশিত একই নামের একটি বই অনুসারে রিমেক করা হয়। নিজের অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে ক্রিস বলেন, মাত্র ২০ বছর বয়সে আমি মানুষের কেবল কল্পনা করতে পারে এমন সকল কঠিন, অন্ধকার ও ভয়ংকর সব অভিজ্ঞতার সম্মুখীন হই। কিন্তু আমি কখনও ভেংগে পরিনি, হতাশ হইনি। আমার বইয়ে আরেকটি গভীর অর্থ আছে, তা হলো, সবচে কঠিন সময়েও বাবা এবং ছেলে বিভক্ত করতে পারেনি।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' অনুষ্ঠানের প্রথম পর্ব এ-পর্যন্তই। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের মনে কোন অনুভূতি সৃষ্টি হলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী –র পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। (লিলি/লিপন)
1 2 3 4 5