Web bengali.cri.cn   
the pursuit of happiness
  2013-01-24 15:47:32  cri

আজকের অনুষ্ঠানে আমি যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্রের সাথে শ্রোতাবন্ধুদের পরিচয় করিয়ে দেবো। চলচ্চিত্রের নাম হলো 'the pursuit of happiness'।

এ চলচ্চিত্রটি একটি সত্যি গল্প অবলম্বনে নির্মিত। গল্পের প্রধান চরিত্র হচ্ছেন যুক্তরাষ্ট্রের একজন কৃষ্ণাঙ্গ বিনিয়োগ বিশেষজ্ঞ। পেশা ও সংসার জীবনে ব্যর্থ একজন মানুষ কিভাবে কঠিন একাগ্রতা আর কায়িক পরিশ্রম করে প্রথমে শেয়ার বাজার ব্যবসায়ী এবং পরে বিখ্যাত আর্থিক বিনিয়োগকারীতে পরিণত হয় তারই গল্প বলা হয়েছে এই চলচ্চিত্রটিতে। ছবিটি ২০০৬ সালের অস্কারে শ্রেষ্ঠ অভিনেতার মনোনয়ন পেয়েছিল।

এখন আমি এ চলচ্চিত্রটির প্রধান বিষয় সংক্ষেপে বলবো।

চলচ্চিত্রের প্রধান চরিত্র, অর্থাত্ ৩০ বছর বয়সী chris gardner ক্রিস গার্ডনার নিজের ২৮ বছর বয়সে প্রথমবারের মতো বাবাকে দেখলেন। তাই তিনি মনে মনে এই সিদ্ধান্ত নিলেন যে, তাঁর ছেলে জন্মগ্রহণের পর তিনি অবশ্যই একজন ভালো বাবা হবেন।

কিন্তু তাঁর পেশা জীবনের শুরুটা একদমই ভলো হয়নি। তাঁর কর্ম থেকে যে অর্থ পাওয়া যেত তা দিয়ে স্ত্রী পুত্র নিয়ে দিনযাপন করাটা ক্রমেই অসম্ভব হয়ে ওঠে। গার্ডনার মূলত তখন বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে Bone density scanner বিক্রি করতো, তাতে কোনোদিন আয় হতো আবার কোনোদিন হতো না।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040