|
কোন একজন বলেন, 'Crouching Tiger, Hidden Dragon' চলচ্চিত্রটিতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মার্শাল আর্ট, সবচে চমত্কার বিষয় হলো কথোপকথন এবং সবচেয়ে মনোমুগ্ধকর বিষয় হলো হলো এর সঙ্গীত।
চলচ্চিত্রের শুরুতে থিম সঙ্গীত 'Crouching Tiger, Hidden Dragon'। সেলোবাদক মা ইউ ইউ'র পরিবেশিত সেলোর সুগভীর সুর গোটা চলচ্চিত্রে প্রলম্বিত হয়েছে।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' অনুষ্ঠানের প্রথম পর্ব এ-পর্যন্তই। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন অনুভূতি থাকলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী আলিমুল হকের পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। (লিলি/আলিম)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |