|
লি মু পাই গ্যাংহুডের মারামারির জীবনকে অত্যন্ত ঘৃণা করতেন এবং এ থেকে বের হয়ে যাওয়ার উপায় খুঁজছিলেন। তিনি পেইচিংয়ে রাজার এক আত্মীয়ের কাছে নিজের প্রিয় 'ছিং মিং তলোয়ার' নিয়ে যাওয়ার জন্য ইয়ু সিউ লিয়ানকে অনুরোধ করেন। তাঁর এই তলোয়ারের প্রায় চার শ' বছরের ইতিহাস আছে। লি মু পাই আশা করেন, তাঁর এই সিদ্ধান্ত তাকে গ্যাংহুড ত্যাগে সাহায্য করবে।
রাজার আত্মীয়ের বাড়িতে আসার পর প্রথম রাতেই ইয়ু সিউ লিয়ানের বয়ে আনা সেই 'ছিং মিং তলোয়ার' চুরি হয়ে গেলো। চুরির সময় চোরের সঙ্গে সম্মুখ লড়াই-এ লিপ্ত হন ইয়ু সিউ লিয়ান। অবশেষে সঙ্গীদের সাহায্যে তলোয়ার-চোর পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় এক ব্যক্তি লক্ষ্য করেন যে, ইম্পেরিয়াল আদালতের মুখোশ পরিহিত একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইয়ু সাহেবের বাড়িতে প্রবেশ করলেন।
জটিলতা বাড়তে না-দিয়ে ইয়ু সিউ লিয়ান গোপনে তলোয়ারটি খুঁজতে শুরু করেন। খোঁজখবর নিয়ে তিনি অনুমান করেন যে, ইয়ু সাহেবের মেয়ে ইয়ু চিও লোং তলোয়ারটি চুরি করেছে।
ইয়ু চিও লোং অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। প্রকাশ্যে তিনি ধনী পরিবারের একজন মেয়ে। আর আড়ালে ঐতিহ্য ভাঙ্গতে ইচ্ছুক একটি জেদি মেয়ে। তরুণ ইয়ু চিও লোং বারবার বিভিন্ন সমস্যা জড়িয়ে পড়েন এবং বাবার নিয়ম ভাঙার স্পর্ধা দেখান। বাবা এমন একজন পুরুষকে মনে মনে খুঁজছেন যে তার মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |