|
তলোয়ারকে কেন্দ্র করে ইয়ু চিও লোং লি মু পাইয়ের সঙ্গে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হবার সুযোগ পেলেন। লড়াই চলাকালে ইয়ু চিও লোংয়ের কুংফুর মাঝে লি মু পাই 'জেইড ফক্সের' কৌশল দেখতে পেলেন। ।
আসলে ছোটবেলা থেকে ইয়ু চিও লোং তাঁর পরিবারের সাথে থাকা 'জেইড ফক্সের' কাছে কুংফু শিখতেন। জন্মস্থানে বাবাকে না-বলে স্থানীয় চোর লুও সিও হুর সঙ্গে প্রেম করতেন তিনি। পেইচিংয়ে আসার পর বাবা তার জন্য একজন স্বামী বাছাই করলেন। খুব রাগ করে তিনি বাড়ি ত্যাগ করে গ্যাংহুডে গেলেন এবং 'ছিংমিং তলোয়ার' চুরি করলেন।
ইয়ু চিও লোংয়ের সঙ্গে লড়াই করার সময় লি মু পাই আবিষ্কার করলেন যে, তিনি মার্শাল আর্টে খুবই ভালো। তাকে নিজের ছাত্রী হিসেবে গ্রহণ করতে চাইলেন তিনি। কিন্তু খেয়ালি ও উদ্ধত ইয়ু চিও লোংক রাজী হলেন না।
শেষ পর্যন্ত 'জেইড ফক্সের' সঙ্গে লড়াই চলাকালে ইয়ু চিও লোংকে রক্ষা করতে যেয়ে লি মু পাই মারা যান। অন্তিমকালে লি মু পাই মনের কথা ইয়ু সিউ লিয়ানকে বলেন। তিনি বলেন, "আমি সারাজীবন অপচয় করেছি। এখন আমি মৃত্যুর সময় তোমাকে বলতে চাই, আমি বরাবরই তোমাকে গভীরভাবে ভালোবাসি।" এ-কথা শোনার পর ইয়ু সিউ লিয়ানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।
ধারাবাহিক অভিজ্ঞতা এবং আঘাত পাওয়ার পর ইয়ু চিও লোং আবিষ্কার করেন যে, আসলে তিনি লি মু পাইকে পছন্দ করেন। প্রায়শ্চিত্ত করার জন্য তিনি একটি উঁচু বাঁধ থেকে নীচে ঝাপিয়ে পড়েন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |