উল্লেখ্য, 'on my way' চলচ্চিত্রটির অভিনেতা-অভিনেত্রীরা চীনে খুবই বিখ্যাত। তা ছাড়া, অলিম্পিকের স্বর্ণপদক অর্জনকারী খেলোয়াড়রা এবং চীনের বেশ কয়েকজন প্রখ্যাত গায়ক-গায়িকা এ চলচ্চিত্রে অভিনয় করেন। অনেক চলচ্চিত্র ভাষ্যকার এভাবে এ চলচ্চিত্রের মূল্যায়ন করেন যে, একটি হচ্ছে পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে উপভোগ করা যায় এমন একটি চলচ্চিত্র।
প্রিয় শ্রোতা, আজকের 'আলো-ছায়া' অনুষ্ঠানের প্রথম পর্ব এ-পর্যন্তই। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন অনুভূতি থাকলে, তা আমাদের জানাতে পারেন। আমার ই-মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উল্লেখিত দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন শুনুন আমার সহকর্মী আলিমুল হকের পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। (লিলি/আলিম)
1 2 3 4