
সিও থিয়েনের একজন সহপাঠী আছে। তার নাম মা সিও। ক্লাসে সে সবচে দ্রুত দৌড়ায়। সে এক মিনিটের মধ্যে চার শ' মিটার দৌড়াতে পারে। তাই পেইচিং পৌর প্রাথমিক স্কুলের দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়ার মর্যাদা পায় সে। সিও থিয়েন মা সিওকে ছাড়িয়ে যাবার আকাঙ্খা অন্তরে পোষণ করে।
এক আকস্মিক সুযোগে সিও থিয়েন 'তা ইয়েন চেই' নামে একজন পেশাগত দৌড়বিদের সঙ্গে পরিচিত হয়। নিজের অভিজ্ঞতার কারণে সিও থিয়েনের প্রতি তা ইয়েন চেই-এর সহানুভূতি সৃষ্টি হয়। তাই তা ইয়েন চেই সিও থিয়েনকে সাহায্য করার যথাসাধ্য প্রচেষ্টা চালাতে শুরু করেন। একদিন তা ইয়েন চেই সিও থিয়েনকে দিয়ে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করান। সিও থিয়েন এতে প্রথম হয়। সিও থিয়েন আবার আত্মবিশ্বাস ও সাহস খুঁজে পায়। সে তা ইয়েন চেইয়ের কাছে আরো ভালো দৌড়বিদ হবার প্রশিক্ষণ নিতে চায়। তা ইয়েন চেই রাজী হন। একদিন রাতে সিও থিয়েন দৌড়ের প্রশিক্ষণ নেয়ার সময় বাবা তাকে দেখে ফেলেন এবং খুব রাগ করেন।
1 2 3 4