Web bengali.cri.cn   
on my way
  2012-12-06 16:16:35  cri

শিক্ষক চান পেইচিং পৌর প্রাথমিক স্কুলের দৌড় প্রতিযোগিতায় সিও থিয়েন অংশ নিক। তিনি প্রতিযোগিতার দায়িত্বশীল ব্যক্তির কাছে সিও থিয়েনের নাম সুপারিশ করেন। দায়িত্বশীল ব্যক্তি বলেন, সিও থিয়েন এক মিনিটের মধ্যে চার শ' মিটার দৌড় শেষ করতে পারলে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। সিও থিয়েন শিক্ষককে হতাশ করলো না এবং এক মিনিটের মধ্যে চার শ' মিটার দূরত্ব অতিক্রম করল।

আনুষ্ঠানিক প্রতিযোগিতায় সিও থিয়েন সবাইকে ছাড়িয়ে অবশেষে মা সিওকেও ছাড়িয়ে গেলো। সিও থিয়েন ৫৫.৩০ সেকেন্ডে দৌড় শেষ করে বিজয়ী হয়।

'চার শ' মিটার দৌড় একটি বিশেষ প্রতিযোগিতা, তা যেন জীবনের মতো। আপনি হয়তো শুরুতে পিছিয়ে পড়লেন, কিন্তু শেষ পর্যন্ত আপনিই বিজয়ী হলেন।' এটি হচ্ছে চলচ্চিত্রের একটি কথোপকথন। সেটি একটি অর্থবোধক কথাও বটে।

'on my way' চলচ্চিত্রটি একটি আবেগপূর্ণ চলচ্চিত্র। চলচ্চিত্রে বাবা ছেলেকে ভালোবাসেন, অথচ পুত্রের আশা-আকাঙ্খার মূল্য দেন না। বাবার ভালোবাসা সুগভীর, কিন্তু কখনো কখনো তাকেও উপেক্ষা করতে হয়, যেমনটি সিও থিয়েন করেছেন। সিও থিয়েন নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য অব্যাহতভাবে দৌড়ানোর যে প্রচেষ্টা চালায় তা খুব মনোমুগ্ধকর। চলচ্চিত্রের গল্পটি সাধারণ। কিন্তু একজন মানুষের বড় হওয়ার প্রক্রিয়ায় তাকে যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, তার বাস্তব ও সুগভীর চিত্রায়ণ চলচ্চিত্রটিকে মর্মস্পর্শী করে তুলেছে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040