|
চলচ্চিত্রের শেষে একটি বৃষ্টির দিন। মেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কখন তার মা তার মাথার ওপর ছাতা তুলে দেবেন। হঠাত তার খেয়াল হয়, মা আর নেই। সে নিজেই ছাতা নেয় এবং একা একা ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে চলতে শুরু করে।
'ওয়েডিং ভেইল' চলচ্চিত্রটিতে কোন জটিল গল্প নেই। গোটা চলচ্চিত্রটি জীবনের এক একটি ছোট ছোট ক্ষণ ও দৃশ্য নিয়ে গঠিত। এ-চলচ্চিত্র মমতার বন্ধন, মৈত্রী ও ভালোবাসাসহ অনেক বিষয়ে আমাদের চিন্তার খোরাক জোগায়।
বর্তমানে আমরা গতিশীল একটি সমাজে বাস করি। প্রত্যেক ক্ষণে আমাদেরকে নানা ধরণের চাপ ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। অনেক সময় নানা রকমের অজুহাতে আমরা মাতাপিতার সঙ্গে গল্পগুজব করি না। এই চলচ্চিত্র দেখার পর আমি যেন আবার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম; আমার মনে ভেসে উঠেছে পিতা-মাতার মমতাভরা সেই মুখ।
চলচ্চিত্রে মা এবং মেয়ে পরিশ্রম করে জীবন কাটান এবং পরস্পরকে সবচে গভীর যত্ন দেওয়ার চেষ্টা চালান। তাঁদের প্রচেষ্টা দেখে আমাদের আরো ভালোভাবে নিজেদের জীবনের মূল্যায়ন করা উচিত্।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |