Web bengali.cri.cn   
ওয়েডিং ভেইল
  2012-11-29 18:18:51  cri

মেয়ে বুঝে ফেলে যে, মার সঙ্গে আর বেশিদিন থাকা হবে না। সে মার সঙ্গে প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শুরু করে। তার ভয়, যে-কোনো এক সকালে ওঠে হয়তো দেখবে মা মারা গেছে।

রোগের কারণে অবশেষে মাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ততদিনে মেয়ে নিজের খুতখুতে স্বভাব কাটিয়ে সহপাঠীদের সঙ্গে মিশতে শুরু করে। সে অনেক সহপাঠী নিয়ে মাকে দেখতে হাসপাতালে আসে। সে মাকে বোঝাতে চায় যে, তার অনেক বন্ধু আছে। সে নানাভাবে মার প্রতি সুগভীর ভালোবাসা প্রকাশ করে।

এক সূর্যালোকিত সকালে মা মারা যান। মা ও মেয়ের বিচ্ছেদ ঘটে। মেয়ে বঞ্চিত হয় মায়ের ভালোবাসা থেকে। কিন্তু যে-ভালোবাসা মেয়ে এতোদিন পেয়ে এসেছে, তাতো তার অন্তরজুড়ে আছে।

এ চলচ্চিত্রের নাম 'ওয়েডিং ভেইল'। এর প্রধান চরিত্রের পেশা 'ওয়েডিং ভেইল' ডিজাইন করা। এ ছাড়া, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মারা যাওয়া আগে, মা মেয়ের জন্য একটি 'ওয়েডিং ভেইল' ডিজাইন করেছিলেন। এই 'ওয়েডিং ভেইল' মেয়ের প্রতি মার গভীর ভালোবাসা ও শুভেচ্ছার নিদর্শন। এটি মাতৃস্নেহের প্রতিনিধিত্ব করে।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040