Web bengali.cri.cn   
অন্য রকম বাবা
  2012-11-01 16:23:49  cri

চলচ্চিত্রটি দেখার পর মনে প্রশ্ন জাগতে পারে যে, একজন শিশুর জন্য তার লালন-পালনকারীর সবচে বড় গুণ কী থাকা উচিত? নিঃস্বার্থ ভালোবাসা নাকি তার আর্থিক ক্ষমতা, আইকিউ ও সামাজিক মর্যাদা? আমরা অনেকেই মনে করি, এক্ষেত্রে আর্থিক ক্ষমতা ও সামাজিক মর্যাদাই বড় কথা। আসলে তা নয়। ভালোবাসার কোনো বিকল্প হয় না। চলচ্চিত্রের শেষে স্ক্রিনে একটি লাইন ভেসে ওঠে: love is all you need। এই কথাটা আমি খুব পছন্দ করি। আমরা কথাটাকে এভাবেও বলতে পারি: love is all we need।

আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের আলো-ছায়া অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ করছি। অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠান শোনার পর আপনাদের কোন অনুভূতি থাকল, তাও আমাদের জানাতে পারেন। আমার ই মেইল ঠিকানা:---আমাদের বিভাগের ই-মেইল ঠিকানা:--। দয়া করে উপরের দু'টি ঠিকানায় আপনার ইমেইল পাঠাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের আগামী অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে তুলবে। আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। এখন শুনবেন আমার সহকর্মী আলিমুল হকের পরিবেশিত আলো-ছায়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

(লিলি/আলিম)


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040