Web bengali.cri.cn   
অন্য রকম বাবা
  2012-11-01 16:23:49  cri

স্যাম মেয়ের নাম দেন লুসি। কারণ তিনি: 'lucy in the sky with diamond' শিরোনামে দ্য বিটলসের গানটি খুব পছন্দ করেন। স্যাম তার প্রতিবন্ধী বন্ধুদের সাহায্যে লুসিকে বড় করতে থাকেন। ছোটখাটো ভুলক্রটি হলেও, মেয়ের সঙ্গে তার জীবন বেশ আনন্দেই কাটতে থাকে।

লুসি দিন দিন বড় হচ্ছে। তার চেহারা খুব সুন্দর; সে অনেক বুদ্ধিমানও বটে। সাত বছর বয়সে লুসি আইকিউর দিক দিয়ে তার বাবাকে ছাড়িয়ে যায়। তখন স্যাম লুসির অনেক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হতে থাকেন। কিছু ইংরেজী শব্দ লুসি বলতে পারেন কিন্তু বাবা স্যাম বলতে পারেন না। লুসি খুব স্মার্ট। সে তার বাবার মন খারাপ হোক—তা চায় না। তাই, সে এমন ভাব দেখায় যেন মনে হয় তার আইকিউ তার বাবার চেয়ে বেশি নয়।

এরই মাঝে এই বিশেষ পিতা-কন্যা মার্কিন মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করে। তাঁদের ধারণা হলো, লুসির লালন-পালনের ভার স্যামের ওপর ছেড়ে দেয়া আর ঠিক হবে না। তাঁরা লুসির জন্য একটি স্বাভাবিক পরিবার খুঁজে বের করার সিদ্ধান্ত নেন।

এদিকে স্যাম মেয়েকে হারাতে চান না। বন্ধুদের সুপারিশে স্যাম এ-শহরের সবচেয়ে বিখ্যাত আইনজীবি রিটার কাছে সাহায্য প্রার্থনা করেন।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040