|
সময় বয়ে চলে। লুসি অস্থায়ীভাবে অন্য এক পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে। লুসির পালক মাতা বিচারককে বলেন, তিনি লুসির যেরকম যত্ন নিতে সক্ষম, তার বাবা স্যাম সেভাবে লুসির যত্ন নিতে সক্ষম নন। তাঁর পরিবার তুলনামূলকভাবে স্বচ্ছলও বটে। তিনি লুসিকে ছবি আঁকা শেখাতে এবং আরো ভালো স্কুলে পাঠাতে পারেন।
এদিকে রিটা স্যামের পক্ষে মামলায় জেতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। এই প্রক্রিয়ায় রিটা ধীরে ধীরে নিজের সমস্যাও আবিষ্কার করেন। বহু বছর ধরে তিনি কাজের জন্য নিজের ছেলে, স্বামী ও পরিবার উপেক্ষা করে এসেছেন। অন্যদিকে, স্যাম আগের চেয়ে আরো পরিশ্রমী হয়ে ওঠেন। তিনি দুটি পার্ট-টাইম চাকরি খুঁজে পান এবং আরো বেশি টাকা উপার্জনের মাধ্যমে বিচারকের কাছে প্রমাণ করতে চান যে, তিনি নিজের শক্তিতে মেয়েকে সস্নেহে লালন-পালন করতে সক্ষম।
চলচ্চিত্রের শেষে লুসির পালকমাতা নিজের ভুল স্বীকার করেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, যে জিনিস লুসি খুব করে পেতে চায়, তিনি সে-জিনিস দিতে পারেন না। আর তা হলো, পিতার ভালোবাসা।
শেষদিকে এক দৃশ্যে দেখা যায় স্যাম, লুসি এবং লুসির বন্ধুরা একসঙ্গে খুব আনন্দে ফুটবল খেলছেন।
অর্থাত শেষ পর্যন্ত বিজয়ী হলেন স্যাম। কারণ লুসি তাঁর কাছে ফিরে এসেছে।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |