|
একদিন রেমন্ড বাথটাবে গরম পানি দেখে খুব রেগে যান। গরম পানি নিয়ে হৈচৈ-এর এক পর্যায়ে চার্লির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার স্মৃতিতে যেই 'রেইনমেন' আছে, সেই রেইনমেন-ই আসলে তার বড় ভাই রেমন্ড। রেমন্ড ও রেইনমেন শব্দদুটোর উচ্চারণ কাছাকাছি হওয়ায়, ছোটবেলায় চার্লি রেমন্ডকে 'রেইনম্যান' বলে ডাকতেন। চার্লির মনে পড়লো, কীভাবে ছোটবেলায় ছোট চার্লি ভয় পেলে 'রেনম্যান' তাঁর জন্য গান গাইতো। 'রেনম্যান' এতোদিন ছিল তার কল্পনায় স্রেফ একজন বন্ধু মাত্র। কিন্তু এখন চার্লি জানে যে, রেইনম্যানই আসলে তার বড় ভাই রেমন্ড।
ছোটবেলায় অ্যাসপার্জারস সিন্ড্রোম রোগের কারণে রেমন্ডকে নার্সিং হোমে পাঠানো হয়েছিল চার্লির মঙ্গলের কথা ভেবেই। চার্লির মনে পড়লো, ছোটবেলায় তিনি বড় ভাই ও বাবার কাছে কতো সুগভীর যত্ন ও ভালোবাসা পেয়েছিলেন।
সবকিছু মনে পড়ায় চার্লির মন নরম হয়; বাবার প্রতি তার ঘৃণা দূর হয়। বড় ভাই রেমন্ডের প্রতি তার ভালোবাসা গভীর হয়। রেমন্ডের প্রতি চার্লির পরিবর্তিত আচরণের ফলে তার মেয়েবন্ধু সুসানা আরো গভীরভাবে চার্লির প্রতি আকৃষ্ট হয়।
শেষমেষ চার্লি রেমন্ডের অভিভাবকত্ব নিলেন না। তিনি তার যথেষ্ট যত্নের জন্য তাকে আবারো নার্সিং হোমে পাঠানোর ব্যবস্থা করলেন। এখন তার কাছে রেমন্ডের যত্নআত্তিই মুখ্য; সম্পত্তি নয়। বিদায়ের সময় রেমন্ড তাঁর মাথা ছোট ভাইয়ের মাথার কাছাকাছি এনে সাদাসিধা পদ্ধতিতে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |