Web bengali.cri.cn   
পেইচিং বাইসাইকেল
  2012-10-18 15:53:02  cri

চলচ্চিত্রের শেষ দিকের এক দৃশ্যে দেখা যায় আ কুই কাঁদছেন। তিনি সাইকেলটি আঁকড়ে ধরেন এবং চিত্কার করে কাঁদতে শুরু করেন। আ কুইয়ের কান্না শুনে আ চিয়েন এবং তাঁর বন্ধুদের মন নরম হলো। তাঁরা আ কুইয়ের কান্নাকাটি শুনে উপলব্ধি করল যে, সাইকেলটি শুধু একটি সাইকেল নয়, তাঁর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ।

তবে, ১৭ বছর বয়সী আ চিয়েনের কাছে সাইকেলটি কম গুরুত্বপূর্ণ নয়। শেষমেষ তিনি আ কুইকে একটি প্রস্তাব দিলেন। আ চিয়েন আ কুইকে বললেন, 'আমি তোমাকে সাইকেল দিতে পারি, কিন্তু তোমাকে এর জন্য টাকা পরিশোধ করতে হবে।' আ কুই টাকা দিতে রাজি হলেন না; কারণ সাইকেলটি তার নিজের।

অবশেষে তাঁরা দু'জন একটি চুক্তিতে পৌঁছান। সিদ্ধান্ত হলো, তারা দু'জন পালাক্রমে সাইকেলটি ব্যবহার করবেন। একদিন আ কুই এবং পরেরদিন আ চিয়েন।

সাইকেলটি ছেলেদুটিকে এক বন্ধনে আবদ্ধ করে। শত্রু থেকে তার পরিণত হয় বন্ধুতে।

চলচ্চিত্রের শেষ দিকে অন্য একদল মানুষের সঙ্গে মারামারির সময় সাইকেলটি ভেঙে যায়। দৃশ্যটিতে দেখা যায়, আ কুই নষ্ট সাইকেল কাঁধে নিয়ে শান্তভাবে পেইচিংয়ের রাস্তায় হাঁটছেন। সাইকেল কাঁধে তাঁর এই নিসঙ্গ পথচলা যেন এ-বাস্তবতার দিকেই দর্শকশ্রোতার দৃষ্টি আকর্ষণ করছে যে, গ্রাম থেকে আসা একটি শ্রমিক সত্যিকারভাবে শহরে খাপ খাইয়ে নিতে পারছে না।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040