Web bengali.cri.cn   
পেইচিং বাইসাইকেল
  2012-10-18 15:53:02  cri

এসময় আ কুই মাধ্যমিক স্কুলপড়ুয়া আ চিয়েন নামের একটি ছেলের সঙ্গে পরিচিত হলেন। আ চিয়েন শহরবাসী হলেও, তাঁর পরিবার খুব ধনী নয়। বাবা তার চেয়ে বেশি যত্ন নেন তার বিমাতার মেয়ের। অনেক আগে বাবা আ চিয়েনকে একটা সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি রাখেননি। রাগ করে সে বাবার কাছ থেকে পাঁচ'শ ইউয়ান রেনমিনপি চুরি করে পুরনো জিনিসের বাজার থেকে একটি সাইকেল কিনলো। আ চিয়েনের কাছে সাইকেল শুধুমাত্র সাইকেল নয়, এখানে সাইকেল তাঁর মর্যাদার প্রতিনিধিত্ব করে। কাকতালীয় ব্যাপার হলো, আ চিয়েনের কেনা সেই সাইকেলটিই হলো আ কুইয়ের চুরি যাওয়া সাইকেল। আ কুই নিজের সাইকেল চিনতে পারলেন এবং আ চিয়েনের কাছ থেকে তা ছিনিয়ে নিলেন। আ চিয়েনও কম যায় না। সে তার সাইকেল কিছুতেই হাতছাড়া করতে রাজি নয়। এভাবে দুজন দ্বন্দ্বে জড়িয়ে পড়লো। একদিকে আ কুই সাইকেল ফেরত পেয়ে তার চাকরি ফেরত পাওয়ার আশায় আছে, অন্যদিকে আ চিয়েনের কাছে সাইকেল হচ্ছে তার মর্যাদার প্রতিক।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040