|
একদিন আ কুইয়ের বস্ তাঁকে একটি হোটেলে যাওয়ার কথা বললেন। বস্ বললেন, 'হোটেলের জনৈক চাং সাহেব একটি প্যাকেজ পাঠাতে চান। তুমি হোটেলে গিয়ে চাং সাহেবের ওই প্যাকেজ নিয়ে এস।' আ কুই হোটেলের দিকে রওয়ানা হলেন।
প্যাকেজ নেয়ার পর তিনি হঠাত্ আবিষ্কার করলেন যে, তাঁর বাইসাইকেলটি চুরি হয়ে গেছে। তিনি বাইসাইকেলটি খুঁজতে শুরু করলেন। কিন্তু কোথাও খুঁজে পেলেন না।
সাইকেল হারানোর পর আ কুই তাঁর চাকরিটিও হারালেন। বস্ তাঁকে বললেন, 'সাইকেল খুঁজে পেলে আপনি আবার চাকরি ফেরত পাবেন।' আ কুই সাইকেল আবারো সাইকেল খুঁজতে শুরু করলেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |