|
ক্লেমেন্ট ছাত্রদেরকে গান গাওয়ার শিক্ষাদান করতে শুরু করেন। কিন্তু শিক্ষাদানের প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে না। পিয়েরে মোরহানবার্গে নামে তাঁর একজন ছেলে হচ্ছেন একজন ঝামেলা সৃষ্টিকারী। পিয়েরের দেবদূতের মতো সুন্দর মুখ এবং মনোরম কন্ঠ আছে। কিন্তু তার দুষ্টুমিতে শিক্ষক ক্লেমেন্টের মাথা ব্যাথা হয়। ক্লেমেন্টের নিরলস প্রচেষ্টায় সঙ্গীত ক্ষেত্রে পিয়েরের প্রতিভা আস্তে আস্তে বিকশিত হয়। তিনি ছাত্রদের জন্য বিশেষ করে সঙ্গীত সৃষ্টি করেন। তিনি সঙ্গীতের মাধ্যমে অন্যান্য শিক্ষকের মনের স্থিরতা ফিরিয়ে আনেন এবং ছাত্রদের আহত মন আরোগ্য করেন। পবিত্র ও নির্মল সঙ্গীত ছাত্রদের মন বিশুদ্ধ করা ছাড়াও, তাদের ভবিষ্যতের জীবনে বিশাল প্রভাব ফেলেছে। এখানে সঙ্গীতের ভূমিকা ও আকর্ষণীয় শক্তি অন্তিম পর্যায়ে ফুটিয়ে তোলা হয়। বদান্যতা, যত্ন, দয়া ও উদারতার ফলে সব দর্শকের চোখে আনন্দের পানিতে ভরপুর হয়ে ওঠে।
অবশেষে একটি অগ্নিকান্ডের কারণে বিদ্যালয়ের উপাচার্য ক্লেমেন্টকে বরখাস্ত করেন। ক্লেমেন্ট বিদ্যালয়ের একজন অনাথ পেপিনোটকে নিয়ে স্কুল ত্যাগ করেন।
চলচ্চিত্রের শেষের দৃশ্য খুব মনোমুগ্ধকর। বিদ্যালয়ের উপাচার্য ছাত্রদেরকে ক্লেমেন্টের কাছ থেকে বিদায় নেওয়ার অনুমতি দেন নি। ক্লেমেন্টের মনে একটু কষ্ট লাগে। হঠাত্ আকাশ থেকে এক একটি কাগজের বিমান উড়ে আসতে থাকে। শিগগিরী কাগজের বিমানগুলো মাটিতে পড়ে যায়। ভেতরে ছাত্রদের শুভেচ্ছা ও স্বাক্ষর লেখা আছে। ক্লেমেন্ট দেখেন, ছাত্ররা জানালার মধ্য দিয়ে হাত নেড়ে করে তাঁর কাছ থেকে বিদায় নিচ্ছে। ক্লেমেন্ট সঙ্গীত ও ছাত্রদের শুভেচ্ছায় স্মিত হাস্য নিয়ে সামনে চলে যাচ্ছেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |