|
ক্লেমেন্ট প্রতিভাশালী একজন সঙ্গীতজ্ঞ। কিন্তু ১৯৪৯ সালে ফ্রান্সের একটি প্রত্যন্ত গ্রামে তাঁর নিজের প্রতিভা পালনের কোনো সুযোগ নেই। অবশেষে তিনি ছেলেদের আবাসিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে চাকরি পান। এই আবাসিক বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র দুষ্টু ছেলে।
বিদ্যালয়ে এসে ক্লেমেন্ট আবিষ্কার করেন যে, স্কুলটির উপাচার্য অমানবিক ও ভীষণ কড়াভাবে এসব কিশোরকে নিয়ন্ত্রণ করেন। এই বিদ্যালয়ে শারীরিক দণ্ড খুব সাধারণ ব্যাপার। ক্লেমেন্ট নিজের উপায়ে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি পরিবর্তনের প্রচেষ্টা চালাতে শুরু করেন। তাঁর কাছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এই বিদ্যালয়ে কোন সঙ্গীত পাঠ নেই।
সময় পেলে তিনি ঐকতান-সঙ্গীত সৃষ্টি করেন। তিনি শোনেন, ছাত্ররা আবাসিক হোস্টেলে চিত্কার করে গান গাওয়ার মাধ্যমে তাদের মনের অসন্তোষ প্রকাশ করে। যদিও ছাত্রদের গান গাওয়ার কোন সঠিক কৌশল নেই। তা সত্ত্বেও, তাদের গান গাওয়ার কন্ঠ ক্লেমেন্টের দৃষ্টি আকর্ষণ করে। তাদের কন্ঠ শুনে ক্লেমেন্টের মন কেমন করে ওঠে। তিনি সঙ্গীত দিয়ে ছাত্রদের মনের অনুভূতিকে স্পর্শ করার সিদ্ধান্ত নেন।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |