Web bengali.cri.cn   
লেস চোরিস্টেস
  2012-09-06 15:48:32  cri

চীনে সাধারণত ছাত্রছাত্রীরা গ্রীষ্মকালীন অবকাশ শেষ করে পয়লা সেপ্টেম্বর আবার স্কুলে ফিরে যান। দুই মাসব্যাপী একটা লম্বা ছুটির পর স্কুলে ফিরে সুপরিচিত সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে আবার মিলিত হয়ে, সবার মন উদ্দীপনায় ভরপুর হয়ে ওঠে। আজকের আলোছায়া অনুষ্ঠানে আমি স্কুল ও শিক্ষক সম্পর্কিত একটি চলচ্চিত্রের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেবো। চলচ্চিত্রের নাম হলো 'লেস চোরিস্টেস'। ফ্রান্সের এই চলচ্চিত্রটি হলো চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফে বারাটিয়ার শিল্পকর্মের অন্যতম ।

এখন আমি শ্রোতাদের জন্য এ চলচ্চিত্রের প্রধান বিষয় বলবো।

বিশ্ববিখ্যাত কন্ডাকটর পিয়েরে মোরহানর্গে একটি কন্সার্টের আগে একটি ফোন পান। ফোনে তিনি জানতে পারেন যে, তাঁর মা মারা গেছেন। মায়ের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয়ার জন্য তিনি জন্মস্থানে ফিরে যান। তাঁর পুরানো বন্ধু পেপিনোট তাঁকে একটি পুরানো ডাইরি দেন। এটি তাঁদের সঙ্গীত শিক্ষক ক্লেমেন্ট মাথিউয়ের রেখে যাওয়া ডাইরি শিক্ষকের ডাইরি পড়তে পড়তে শৈশবের স্মৃতি আস্তে আস্তে পিয়েরের মনে জেগে ওঠে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040