Web bengali.cri.cn   
দ্য ওয়ান ম্যান অলিম্পিকস
  2012-08-09 16:01:18  cri

১৯৩২ সালের ৩১ জুলাই পুরুষদের এক শ' মিটার দৌড় বাছাই পর্বের প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘসময়ের সমুদ্রযাত্রার কারণে লিউ ছাং ছুনের শারীরিক শক্তি আগের চেয়ে কমে গেছে। প্রথম দফার গ্রুপ প্রতিযোগিতায় তিনি ব্যর্থ হন। কোনো কোনো বিদেশি তথ্যমাধ্যম লিউ ছাংছুনের এই ব্যর্থতা চীনের তখনকার রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত এই আশংকা পোষণ করে সরকার লিউ ছাং ছুনের পরবর্তী পুরুষদের দুই শ' মিটার প্রতিযোগিতায় অংশ না নেয়ার আদেশ দেয়। কিন্তু লিউ ছাং ছুন দৌড়ে অংশ নেওয়ার জন্য জেদ ধরেন। তিনি 'প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অংশগ্রহণ আরো গুরুত্বপূর্ণ' এই অলিম্পিক চেতনা নিয়ে সাহসীভাবে দুই শ' মিটারের লাইনে দাঁড়ান।

প্রিয় শ্রোতা, আপনারা চলচ্চিত্রের যে অংশ শুনছেন এতে এই দৃশ্য দেখানো হয়।

প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও হার্ভাড বিশ্ববিদ্যালয়ে 'চীনের ওপর দৃষ্টি রাখা' শিরোনামে এক বক্তৃতা দেয়ার সময় লিউ ছাংছুনের এই গল্প বলেছিলেন। তিনি বলেন, মুক্তি পাওয়ার আগে আমাদের একজন ক্রিড়াবিদ ছিলেন। তাঁর নাম লিউ ছান ছুন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য তিনি জাহাজে করে সেখানে পৌঁছাান। লম্বা যাত্রার কারণে তখন তার শরীর খুব ক্লান্ত ছিলো। চীনের প্রতিনিধিত্ব করে তাঁর কোনো শ্রেষ্ঠ ফলাফল অর্জিিত না হলেও তাঁর সেবারের অংশগ্রহণ সারা চীনের জনগণের দৃষ্টি আকর্ষন করে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040