Web bengali.cri.cn   
দ্য ওয়ান ম্যান অলিম্পিকস
  2012-08-09 16:01:18  cri

সম্প্রতি সারা বিশ্বের দৃষ্টি লন্ডনের ওপর রয়েছে বলে মনে হয়। ওখানে বিভিন্ন দেশের ক্রিড়াবিদরা যার যার অলিম্পিক স্বপ্ন চোখে নিয়ে নানা ধরনের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো কোনো ক্রিড়াবিদ বিজয়ী হয়ে স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং কোনো কোনো মানুষ ব্যর্থ হয়েছেন। কিন্তু ব্যর্থতার কিছু নেই। অলিম্পিক গেমসের বিশাল মঞ্চে অংশগ্রহণ সবসময় পদক পাওয়ার চেয়ে আরো গুরুত্বপূর্ণ।

আজকের অনুষ্ঠানে আমি যে চলচ্চিত্রের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিতে চাই সেটি অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত। চলচ্চিত্রের নাম হলো দ্য ওয়ান ম্যান অলিম্পিকস বা দ্য ওয়ান।

' দ্য ওয়ান ম্যান অলিম্পিকস চলচ্চিত্রে অলিম্পিক গেমসে চীনের প্রথম অংশগ্রহণকারী লিউ ছাং ছুনের যুক্তরাষ্ট্রে অলিম্পিক গেমসে অংশ নেয়ার গল্প বর্ণনা করা হয়।

১৯৩২ সালে শাংহাই বন্দরে খুব জাঁকজমকপূর্ণ আয়োজন। ভিড় করে জনগণ দশম অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনের একমাত্র প্রতিনিধিকে ঘিরে ধরেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জাহাজে ওঠেন। চীন প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে দাঁড়ায়। এই দায়িত্ব পালন করেন একজন মাত্র ক্রিড়াবিদ। তাঁর নাম হলো লিউ ছাং ছুন, চীনের বিখ্যাত দৌড়বিদ। তিনি তখনকার এশিয়ার বেশ কয়েকটি স্প্রিন্ট রেকর্ড সৃষ্টি করেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040