v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতী ই সি লুও চুই'র জীবন
2009-05-22 21:18:02

    তিনি বলেন , এখন তাঁর মনে হচ্ছৈ সে সত্যিকারভাবেই একটি সুখী ও সুন্দর জীবন যাত্রা নির্বাচন করছেন। দু রকমের সামাজিক ব্যবস্থা উপভোগ করার পর , ই সি লুও চুই নতুন ও পুরানো তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন চেতনা ও অনুভব করেন। তিনি বলেন, বর্তমান জীবন কেমন চলছে তা না বললেও চলে, কারণ সবাই তা দেখতে পাচ্ছেন। কিন্তু অতীতের পুরানো তিব্বতের অবস্থা কেমন ছিল তা আমার মতো সংশ্লিষ্ট সবাইকে বলতে হবে। কারণ তারা আমার মতই অতীত জীবন কাঠিয়েছে।

এ সম্পর্কে তিনি বলেন: " লাসায় আমার জীবনের ৭৪ বছর কাটিয়েছি। এ শহর ছাড়া আমি কোথায় যাইনি। তিব্বতে কয়েক হাজার ইতিহাস রয়েছে। তবে তিব্বতী জনগণের বর্তমান সুখী জীবন এবং সামাজিক অর্থনীতির দ্রুত উন্নয়ন এ সব তিব্বতের ইতিহাসে ছিল না। ১৯৫৯ সালে তিব্বতের গণতান্ত্রিক সংস্কার হওয়ার পর, আমরা নিজেদের মুক্ত পেয়েছি। পুরনো তিব্বতে ' গণতান্ত্রিক রাজনীতি' কখনো শুনিনি। সুতরাং, শুধু কমিউনিস্ট পার্টি চীনকে রক্ষা করতে সক্ষম হয়েছে ।"

    ই সি লুও চুই বলেন, বিদ্যুত্ ও টেলিফোন চালু হওয়ায় তিব্বতী জনসাধারণের জীবন-যাত্রার মানও অনেক উন্নত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সুবিধাজনক আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুক্তির আগে পুরনো তিব্বতে একটি সড়কও ছিল না। গত শতাব্দীর ৭০ দশকেও লাসা থেকে না ছুই এলাকায় যেতে গাড়িতে করে এদিন লাগতো। ২০০৬ সালের ১ জুলাই ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় এখন লাসা থেকে না ছুই যেতে শুধু ৪'ঘন্টা সময় লাগে। একটি যেমন তিব্বতী জনগণের জীবনকে সুবিধানজনক করে তুলেছে, তেমনি বহুলাংশে তিব্বত ও পৃথিবীর দূরত্ব কমিয়ে দিয়েছে। ২০০৯ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল সরকার জানিয়েছে যে, তিব্বতের সড়ক ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে এ বছর এ খাতে ৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করা হবে।

    এ ছাড়াও, ই সি লুও চুই আমাদেরকে বলেন, পুরানো তিব্বতে সাধারণ মানুষের জন্য চিকিত্সা নেয়া খুবই একটি কষ্টকর ব্যাপার ছিল। আগের তিব্বতে একটি ভাল হাসপাতালও ছিল না। কেউ অসুস্থ ও অসুখ হলে যাকে মন্দিরে গিয়ে লামার কাছে যেতে হতো। আজ লামারাও অসুস্থ হলে চিকিত্সা কার্ড নিয়ে হাসপাতালে যায়। গত ৫০ বছরে তিব্বতের শিক্ষা উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিপুল অর্থ বরাদ্দ করেছে। ফলে সারা দেশে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শহর ও গ্রাম সর্বপ্রথমে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এর সঙ্গে সঙ্গে তিব্বতে চীনা ভাষা ও তিব্বতী ভাষা উভয়েই নিয়ে শিক্ষায় তুলে ধরেছে। ১৯৬৩ সালে লাসা শহরের ছেং কুয়ান জেলা প্রতিষ্ঠিত হয়।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China