শাঁখ হলো ধর্মীয় সংগীত বাজানোর একটি বিশেষ প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ।বৌদ্ধধর্মের শাস্ত্রে বলা হয়েছে যে , শাঁখের ধ্বনির অন্তরাল ভেদ করার অমোঘ শক্তি রয়েছে, তা বৌদ্ধধর্মের বাণীর প্রতীক ।বৌদ্ধমন্দিরে দেবতা বরণ উত্সব , ধর্মীয় তত্ত্বের বিতর্ক সভা ও ধর্মীয় অনুষ্ঠানে শাঁখ বাজানো হয়ে থাকে ।
তিব্বতের সর্বত্রই মন্দির ও ধর্মীয় তত্পরতা পরিলক্ষিত হয় যেখানে ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয় সেখানেই ধমীয় গীত শোনা যায় । তাই এ কথা বলা চলে যে , প্রচলনের দিক থেকে লোক সংগীতের পরই ধর্মীয় সংগীতের স্থান ।
( পাই খাই ইউয়ান ) 1 2 3 |