v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের ঐতিহ্যিক সংগীত -২
2009-03-04 15:23:14

"টংছিং" নামক তিব্বতের বাদ্যযন্ত্র বহুক্ষেত্রে ব্যবহৃত হয় । "টংছিং" দেখতে সানাইয়ের মত ।"টংছিং"য়ের আছে তিনটি অংশ,একটি অংশের অপরটির সংগে সংযুক্ত , নীচের অংশ সবচেয়ে মোটা ,উপরের দুটি অংশ নীচের অংশে ঢুকানো যায় , বাজাতে চাইলে নীচের অংশ থেকে উপরের দুটি অংশ টেনে বের করতে হয় । "টংছিং" বাজানো হয় মাচা বা মানুষের কাঁধে রেখে ।

সাধারণত: একটি "টংছিং" তিন মিটার লম্বা , একটি বড় "টংছিং"য়ের দৈর্ঘ্য পাচঁ মিটার পর্যন্ত হতে পারে ।"টংছিং" বাজলে যে ভাবগম্ভীর ও মোহনীয় সুরধ্বনি শোনা যায় , তাতে শৌর্যবীর্যের উদ্দামতা প্রকাশ পায় । বস্তুত:তিব্বতের ফুত্কার যন্ত্রগুলের মধ্যে "টংছিং"য়ের চেহারা সবচেয়ে বড় এবং তা দিয়ে সর্বোচ্চ সুর বাজানো যায় ।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China