v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের ঐতিহ্যিক সংগীত -২
2009-03-04 15:23:14

ধর্মীয় গীত তিব্বতের ঐতিহ্যিক সংগীতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ । অধিকাংশ তিব্বতী বৌদ্ধধর্মাবলস্বী বা বোন ধর্মাবলস্বী । তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির আগে রাজনীতি ও ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল । সকল মানুষই ধর্মে বিশ্বাস করতো ।সুতরাং সেই সময় ধর্মীয় সংগীত পরম শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হতো এবং তার লক্ষণীয় উন্নতি হয়েছিল ।

ধর্মীয় সংগীতকে মন্দিরের গীতও বলা হতো । ধর্মীয় সংগীত মোটামুটি দু 'ধরণের ,যথা: বোন ধর্মের সংগীত ও বৌদ্ধধর্মের সংগীত । সাধারণত: পূজা-পার্বণে ধর্মীয় সংগীতের সুরের তালে তালে শাস্ত্র পাঠ করা হয় । বজ্র নামক নৃত্য পরিবেশনের সময়ও ধর্মীয় গান গাওয়া হয় । ধর্মীয় উত্সব প্রতিপালনে বহু ধর্মীয় গীত পরিবেশিত হয় । প্রকৃত প্রস্তাবে ধর্মীয় সংগীত ধর্মীয় তত্পরতার একটি অবিচ্ছেদ অঙ্গ বা বিষয়বস্তু ।

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China