যাদের হাদা উপহার দেয়া হয় তাদের পদমর্যাদার তারতম্যে হাদা ভাঁজ হয় নানা পদ্ধতিতে । তিব্বতীরা সাদা রং পছন্দ করে ।
তাঁরা মনে করে, সাদা রং পবিত্রতা, আন্তরিকতা ও অকৃত্রিমতার প্রতীক । সুতরাং অধিকাংশ হাদার রং সাদা । তবে নীল , সাদা,হলুদ ,সবুজ ও লাল সূতো দিয়ে রংগীন হাদাও বানানো হয় । নীল , সাদা,হলুদ ,সবুজ ও লাল রং যথাক্রমে আকাশ , মেঘ , নদী ,দেবতা ও ভূমির প্রতীক ।
1 2 3 |