v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতীদের পোশাক-১
2009-03-04 14:12:06

তিব্বতীরা টুপি পরতে পছন্দ করে ।তাঁদের বেশীর ভাগ টুপি পশমী কাপড় ও চামড়া দিয়ে বানানো হয় । টুপির সৌন্দর্য বৃদ্ধির জন্য সোনালী ও রূপালি সুতোও ব্যবহার করা হয়ে থাকে । তিব্বতীদের জুতা সাধারণত: চামড়া দিয়ে তৈরী করা হয় ,যার যর্থাথ নাম হলো তিব্বতী বুট ।তিব্বতীরা হাতে, মাথায়, কানে ,বুকে আর কোমরে অলংকার পরে ।

হাদা নামক স্কার্ফ তিব্বতীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজপোশাক এবং উপহার সামগ্রী ।

হাদা সচরাচর উপহার দেওয়া হয় মঙ্গল প্রার্থনা, শ্রদ্ধা জ্ঞাপন ও অকৃত্রিম বন্ধুত্ব প্রকাশের জন্য । হাদার রং, সাইজ , গুণ নানা রকমের । সাধারণত: কাচা রেশমী সূতো ও পাটের মিহি তন্তু দিয়ে বানানো হয় । ইদানীং কৃত্রিম তন্তুর কাপড় দিয়েও হাদা বানানো হয় ।


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China