v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতীদের পোশাক-১
2009-03-04 14:12:06

তিব্বতীদের জামাকাপড়ে খচিত হয় হয় মুক্তা এবং সোনা ও রুপার অলংকার , রোদে ঝকঝক করে , দেখতে ভারী সুন্দর লাগে আর চোখ ধাঁধিয়ে যায় । বস্তুত: তাঁদের পোশাক-পরিচ্ছদ তিব্বতী রীতিনীতিরই পরিচায়ক।

আলখেল্লা তিব্বতীদের প্রধান পোশাক ।শহরের নাগরিকরা উত্কৃষ্ট পশমী কাপড় , কৃষকরা পুলু নামক হাতে বোনা পশমী কাপড় এবং চারণ ভূমিতে পশুপালকরা পশুর চামড়া দিয়ে আলখেল্লা তৈরী করে । কোমরবন্ধ তিব্বতীদের একটি নিত্যব্যবহার্য জিনিষ । তিব্বতী নারীদের পশমী এপ্রোন তিব্বতী ভাষায় যাকে " বাংতিয়ান" বলা হয় তাও বৈশিষ্ট্যময় ।


1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China