বিভিন্ন পক্ষ ইইউ’র অতিরিক্ত শুল্ক আরোপের বিরোধিতা করে
2024-10-05 18:40:07

অক্টোবর ৫: শুক্রবার ইউরোপের অনেক পক্ষ চীনের বৈদ্যুতিক যানবাহনের বিরুদ্ধে ইইউ’র শুল্ক আরোপের বিরোধিতা করেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং সে দেশের অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার শুল্ক আরোপের বিরোধিতা করে বলেন, ইউরোপীয় কমিশনের বাণিজ্যিক সংঘর্ষ সৃষ্টি করা উচিত নয়। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।

জার্মান অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মুলার বলেছেন যে, এটি ‘বৈশ্বিক সহযোগিতা থেকে আরেক ধাপ দূরে।’ অনেক জার্মান অটোমোবাইল কোম্পানি বলেছে যে, অতিরিক্ত শুল্ক আরোপ করা ভুল এবং বাণিজ্যিক দ্বন্দ্বে শুধু ক্ষতি করবে।

 

ইউরোপীয় ইউনিয়নে চীনা চেম্বার অফ কমার্স ইইউ’র বাণিজ্য সংরণক্ষবাদী পদক্ষেপে তীব্র অসন্তোষ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছে। ইইউকে বিচক্ষণতার সাথে কাজ করা, শুল্ক প্রয়োগ স্থগিত করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধ বর্ধিত করা এড়ানো এবং চীন, ইউরোপ ও বিশ্বের মধ্যে সবুজ ও পরিচ্ছন্ন খাতের অবাধ বাণিজ্য ও সমৃদ্ধি রক্ষা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

(শুয়েই/তৌহিদ/আকাশ)