নভেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে ডিজিটাল বিভাজন ও সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করে একটি উন্নত ডিজিটাল ভবিষ্যত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য তিং বুধবার ২০২৪ সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডব্লিউআইসি) উচেন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের সময় এ মন্তব্য করেন।
চীন বিশ্বব্যাপী আধুনিকীকরণের সুযোগগুলো ভাগ করে নিচ্ছে এবং বিশ্বব্যাপী আধুনিকীকরণে শক্তিশালী প্রেরণা দিচ্ছে বলে জানান তিং।
ইভেন্টে তিং কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নতি এবং সাইবারস্পেসে সত্যিকারের বহুপাক্ষিকতা বজায় রাখা; মৌলিক গবেষণা এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সহযোগিতামূলক প্রচেষ্টাকে অগ্রসর করার পাশাপাশি এআই, বিগ ডেটা, ব্লকচেইন এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার প্রচার; সারা বিশ্বে ইন্টারনেট উন্নয়ন অর্জনের প্রচার করা; উন্নয়নশীল দেশগুলোকে তাদের তথ্যায়নের অগ্রগতিতে সহায়তা করা; এবং সাইবারস্পেস নিরাপত্তার কার্যকারিতা এবং সহযোগিতা বাড়ানো।
২০২৪ ডাব্লিউআইসি উচেন শীর্ষ সম্মেলনটি বুধবার চ্যচিয়াংয়ের উচেন শহরে শুরু হয়। শুক্রবার সম্মেলনটি শেষ হওয়ার কথা রয়েছে।
ফয়সল/শান্তা
তথ্য ও ছবি: সিনহুয়া