অক্টোবর ৪: আসিয়ান ও চীন জাপান দক্ষিণ কোরিয়া সামষ্টিক অর্থনীতি গবেষণা কার্যালয় গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত আঞ্চলিক ত্রৈমাসিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি রিপোর্টে বলা হয়, চলতি বছর আসিয়ান ও চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ৪.২ শতাংশ বৃদ্ধি পাবে এবং আগামী বছরে বাড়বে ৪.৪ শতাংশ।
রিপোর্টে বলা হয়, আসিয়ান ও চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার সর্বশেষ অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি গত জুলাই মাসের পূর্বাভাস ৪.৪ শতাংশের চেয়ে কিছু কম করা হয়। আর্থিক পরিবেশ আরও শিথিল হওয়া, স্থিতিশীল বাহ্যিক চাহিদা ও শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার প্রভাবে আগামী বছর বৃদ্ধি হার বাড়ার আশা করা হয়েছে।
কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ সিয়ু ই হ্য মনে করেন, আরও বেশি দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতিগুলো শিথিল করতে শুরু করেছে, যা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে বহিরাগত ও ভূরাজনৈতিক অনিশ্চিয়তা বৃদ্ধির কারণে এই অঞ্চল স্থিতিস্থাপকতা তৈরি ও সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
(তুহিনা/হাশিম/স্বর্ণা)