জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক শেষ
2024-10-01 17:12:56

অক্টোবর ১: জাতিসংঘের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক গতকাল (সোমবার) নিউইয়র্কের বিশ্ব-সংস্থাটির সদর দফতরে শেষ হয়।

এবারের অধিবেশনের চেয়ারম্যান ফিলেমন ইয়ং সমাপনী ভাষণে বলেন, গত কয়েক দিনে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ’র মধ্যে সংহিসতা দ্রুত তীব্রতর হয়েছে, যা সমগ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ সৃষ্টি করতে পারে। তিনি ইসরায়েল, হামাস, হিজবুল্লাহসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি জরুরি যুদ্ধবিরতিতে পৌঁছানো এবং সব আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আশা করেন প্রভাবশালী দেশগুলো সংঘর্ষ সংশ্লিষ্ট পক্ষকে সংলাপ ও যুদ্ধবিরতি আলোচনার জন্য চাপ দেবে এবং তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করবে।

এবারের জাতিসংঘ অধিবেশনের সাধারণ বিতর্ক ২৪ সেপ্টেম্বর শুরু হয়, এর প্রতিপাদ্য হল ‘কাউকে পিছিয়ে না রাখা: একসঙ্গে শান্তি, টেকসই উন্নয়ন ও মানবজাতির মর্যাদা প্রচার করে, পরের প্রজন্মের জন্য কল্যাণ অর্জন’। ২২ ও ২৩ তারিখে জাতিসংঘের ভবিষ্যতের জন্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ‘ভবিষ্যত চুক্তি’, ‘গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট’ ও ‘ভবিষ্যত প্রজন্মের ঘোষণা’ পাস হয়েছে, যার লক্ষ্য আন্তর্জাতিক পরিচালনা ব্যবস্থা সংস্কার করা, বহুপক্ষবাদ প্রচার করা, যাতে আরও ভালোভাবে নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। সাধারণ বিতর্কের সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বিষয়ক, জীবাণুরোধী প্রতিরোধ বিষয়ক ও পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূল আন্তর্জাতিক দিবস বিষয়ক উচ্চ-পর্যায়ের সম্মেলন আয়োজন করা হয়।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)