সেপ্টেম্বর ২৯: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেহিস গতকাল (শনিবার) লেবানন পরিস্থিতির তীব্রতা বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ‘সহিংসতার চক্র’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। সিরিয়া, জর্ডান ও অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা করেছে।
গুতেহিস লেবানন পরিস্থিতি নিয়ে তার মুখপাত্রের মাধ্যমে এক বিবৃতি জারি করে বলেছেন যে, এই ‘সহিংসতার চক্র’ অবিলম্বে বন্ধ করতে হবে। লেবাননের জনগণ বা ইসরায়েলের জনগণ বা বৃহত্তর অঞ্চলের জনগণ সম্পূর্ণ যুদ্ধের সামর্থ্য রাখে না। তিনি নিরাপত্তা পরিষদের ১৭০১নং প্রস্তাব সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
একই দিন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ইরাভানি গুতেহিস এবং সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি স্লোভেনিয়ার স্থায়ী প্রতিনিধি স্যামুয়েল জবোগারকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি লেবাননের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন সন্ধ্যায় এক বিবৃতি জারি করে ‘লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন গোটা অঞ্চলকে অপ্রত্যাশিত বিপদের মধ্যে নিমজ্জিত করবে" বলে নিন্দা জানায়।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি এদিন সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেবাননে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি ইঙ্গিত করেছেন যে, সংঘাতের বিপর্যয়কর পরিণতির জন্য ইসরায়েলকে দায়ী করা উচিত।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)