জ্বালানি-সহযোগিতার আওতা বাড়াচ্ছে রাশিয়া: পুতিন
2024-09-27 19:31:55


সেপ্টেম্বর ২৭: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) মস্কোয়, ‘রুশ জ্বালানি সপ্তাহ’ ফোরামের পূর্ণাঙ্গ সম্মেলনে বলেন, জ্বালানি-সহযোগিতার আওতা ও আকার বাড়াচ্ছে রাশিয়া।

তিনি বলেন, ইউরেশিয়ান অর্থনৈতিক গোষ্ঠী, কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এবং দক্ষিণ ইউরেশিয়ান দেশগুলোসহ বিভিন্ন বাজারে নতুন রুট তৈরি করছে রাশিয়া, যাতে জ্বালানি সরবরাহের বৈচিত্র্য ও নির্ভরতা জোরদার করা যায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)