লং মার্চ ৩বি রকেটের ১০০তম সফল উৎক্ষেপণ
বিজ্ঞানবিশ্ব ৯৮তম পর্ব
প্রাচীন নদী-নির্ভর শহর থেকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়া উজেনের গল্প
কাজ করছে চীনের পাঠানো বিশ্বের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই স্যাটেলাইট
নভেম্বর ১০, সিএমজি বাংলা ডেস্ক: যে গাড়ি চলবে রাস্তায়, সেই গাড়ি উড়বে আকাশেও। এমন উড়ন্ত গাড়ি এখন আর শুধু সায়েন্স ফিকশন মুভিতে নয়, দেখা যেতে পারে আপনার আশেপাশেই। কদিন পর বাজারেও কেনা যাবে এমন উড়ন্ত গাড়ি। কারণ, চীনের কুয়াংচৌতে এরইমধ্যে চালু হয়েছে একটি উড়ন্ত গাড়ি তৈরির কারখানা। চীনের নামকরা বৈদ্যুতিক যান নির্মাতা এক্সপেং কোম্পানিরই আরেকটি কারখানা চালু হলো এক্সপেং অ্যারোট নামে। সেখানেই তৈরি হবে নতুন মডেলের উড়ন্ত গাড়ি। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হয়েছে, উড়ন্ত এ গাড়ির থাকবে দুটি মডিউল—গ্রাউন্ড ও এয়া