সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: প্যারিস প্যারালিম্পিকের তৃতীয় দিনে ২০টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকায় সেরা অবস্থান ধরে রেখেছে চীন। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রেট ব্রিটেনের অ্যাথলেটরা জিতেছেন ১১টি স্বর্ণ।
মাও চিনতিয়ান ও চাও শুয়াইয়ের টেবিল টেনিস জুটি প্রথমবারের মতো প্যারালিম্পিক মিক্সড ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। কু সিয়াওতান ও প্যান চিয়ামিন উইমেনস ডাবলসে জিতেছেন স্বর্ণ, ছাও নিংনিং এবং ফং পেনফং পুরুষদের ডাবলসে জিতেছেন পদক।
এ ছাড়া শট পুটে লি ইংলি, জাভেলিনে চাও ইউপিং ও নারীদের চাকতি নিক্ষেপে সু মিয়ান স্বর্ণ জিতেছেন। গেমসের তৃতীয় দিনে চীনের অর্জন ২০টি স্বর্ণ, ১৫টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ পদক।
ফয়সল/শুভ
তথ্য ও ছবি: সিজিটিএন