এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট
2024-09-01 18:52:43

 

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: ফোরাম অন চায়না-আফ্রিকা কোঅপারেশন বা এফওসিএসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলমা। এই এফওসিএসি শীর্ষ সম্মেলনে ৪সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

হিচিলমার বিমানটি স্থানীয় সময় ১০টা ৩০ মিনিটে বেইজিংয়ের ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখানে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জমকালো আয়োজনের মাধ্যমে স্বাগত জানান প্রেসিডেন্টকে।

চলতি বছর চীন এবং জাম্বিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিক। জাম্বিয়া দক্ষিণ আফ্রিকার প্রথম দেশ যারা চীনের সঙ্গে এই ধরনের সম্পর্ক স্থাপন করেছিল। এই দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী গভীর বন্ধুত্ব রয়েছে। পাশাপাশি দিন যত যাচ্ছে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতা আরও বাড়ছে।

প্রেসিডেন্ট হিচিলমা গত বছরের সেপ্টেম্বরে চীন সফর করেন। সেই সময় তিনি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং দুই নেতা যৌথভাবে চীন-জাম্বিয়া সম্পর্ককে একটি কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত করার ঘোষণা দেন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি