হারবিনে চালু হলো বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গেল ক্লাস্টার ইন্টেলিজেন্ট কম্পিউটিং কেন্দ্র
2024-09-01 19:06:47

 

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চায়না মোবাইল ইন্টেলিজেন্ট কম্পিউটিং সেন্টার নামে বিশ্বের বৃহত্তম একক-ক্লাস্টার ইন্টেলিজেন্ট কম্পিউটিং সেন্টারটি শুক্রবার উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চালু হয়েছে।

 

প্রায় ১৮ হাজার এআই এক্সিলারেশন কার্ড এবং ৬ দশমিক ৯ ই-ফ্লপ গতির কম্পিউটিং শক্তি নিয়ে, এই কেন্দ্রটি এখন চীনের তৈরি সবচেয়ে বড় নেটওয়ার্ক সরঞ্জামের নেটওয়ার্কিং।

 

এ ধরনের ইন্টেলিজেন্ট কম্পিউটিং সেন্টার সাধারণ ট্রিলিয়ন প্যারামিটার আকৃতির বড় মডেলের এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়।

 

এতে ‘বিল্ডিং ব্লক’-এর মতো সহস্রাধিক জিপিইউ চিপ সংযোগ করতে স্মার্ট কম্পিউটিং নেটওয়ার্ক প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে করে এআই-এর ডেটা প্রশিক্ষণ সম্পূর্ণ করার সময় ২০ ভাগ কমিয়ে আনা যায়।

 

চায়না মোবাইলের হেইলংচিয়াং শাখার পরিকল্পনা ও নির্মাণ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক ইয়ান ওয়েন জানান, তুলনামূলক বিচারে এই ক্লাস্টারটির কম্পিউটিং ক্ষমতা ৩০ লাখ হাই-পারফরম্যান্স পিসির সমান।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি