মুন জে-ইন ঘুষ নিয়েছিলেন বলে দক্ষিণ কোরিয়ার অভিশংসক বিভাগের সন্দেহ
2024-09-01 17:15:12

সেপ্টেম্বর ১: আজ (রোববার) দক্ষিণ কোরিয়ার অভিশংসক বিভাগ, সাবেক প্রেসিডেন্ট মুন জায়ে-ইন-কে, সন্দেহভাজন ঘুষ গ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত করেছে।

অভিশংসক বিভাগ জানায়, মুন জায়ে-ইন-এর প্রাক্তন জামাতা যখন থাই এয়ারওয়েজের একজন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন, তখন মুন জায়ে-ইন কর্তৃক গৃহীত ঘুষ হিসাবে প্রাপ্ত ২০০ মিলিয়ন ওয়ানের বেশি বেতনকে বিবেচনা করা গজ্ঝে। সাক্ষ্যপ্রমাণ ও আইনি নীতির ভিত্তিতে মামলাটি তদন্ত করা হচ্ছে এবং কোনো রাজনৈতিক কারণ বিবেচনায় নেওয়া হচ্ছে না। (ছাই/আলিম/ওয়াং হাইমান)