চীনে মধ্য-শরৎ উৎসব ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে মুনকেকের চাহিদা
2024-09-01 18:53:49

সেপ্টেম্বর ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আসন্ন মধ্য-শরৎ উৎসবের আগে মুনকেকের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে।

উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান শহরের ১১১ বছরের প্রাচীন একটি বেকারি চীনের ঐতিহ্যের সঙ্গে মিল রেখে দৃষ্টি নন্দন সব মুনকেক তৈরি করছে। দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের কুলিন কাউন্টির বাসিন্দাদের প্রিয় ঐতিহ্যবাহী মুনকেক।

আগামী ১৭ সেপ্টেম্বর পারিবারিক পুনর্মিলন, মুনকেক খাওয়া এবং পূর্ণিমা উপভোগের মাধ্যমে মধ্য-শরৎ উৎসব পালন করবেন চীনের মানুষ।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: গ্লোবাল টাইমস