২৭ অক্টোবর বুলগেরিয়ায় ফের জাতীয় পরিষদ নির্বাচন
2024-08-28 10:59:35

আগস্ট ২৮: বুলগেরিয়ার প্রেসিডেন্টের তথ্য কার্যালয়ের সূত্রে জানা গেছে, গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট রুমেন রাদেভ, দিমিতার গ্লাভচেভকে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার প্রধানমন্ত্রী মনোনীত করেছেন এবং ২৭ অক্টোবর জাতীয় পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, গত ৯ জুনের জাতীয় পরিষদ নির্বাচনের পর কোনো দল বা জোট সরকার গঠন করতে পারেনি। দেশের সংবিধান অনুসারে বিভিন্ন পক্ষ যদি মন্ত্রিসভার গঠনে মতৈক্যে পৌঁছাতে না পারে, তাহলে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা গঠন করতে হবে এবং দুই মাসের মধ্যে পুনরায় জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

গ্লাভচেভ বুলগেরিয়ার জাতীয় সংসদের স্পিকার ও নিরীক্ষা বিভাগের প্রধান ছিলেন। চলতি বছরের এপ্রিল মাসে সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

(সুবর্ণা/হাশিম/রুবি)