গভীর জলের তেল-গ্যাস উত্তোলনে নতুন মডেল চীনে
2024-09-18 16:52:28

সেপ্টেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: গভীর জলের তেল ও গ্যাস উত্তোলনের একটি নতুন মডেল তৈরি করেছে চীন, যা উৎপাদন দক্ষতা ব্যাপকভাবে বাড়াতে পারে।

নতুন মডেলটিতে একটি গভীর জলের জ্যাকেট কাঠামো রয়েছে যা সমুদ্রতল থেকে অপরিশোধিত তেল নিষ্কাশন করতে পারে। আরও আছে একটি নলাকার ভাসমান তেল-গ্যাস উৎপাদন, স্টোরেজ এবং অফলোডিং সুবিধা, যা ওই জ্যাকেটে বিদ্যুৎ সরবরাহের কাজও করতে পারবে।

পার্ল রিভার মাউথ বেসিনে লিউহুয়া অয়েলফিল্ডের দ্বিতীয় ধাপের উন্নয়ন প্রকল্প হিসেবে এটি নির্মাণ করেছে চীনের বৃহত্তম অফশোর তেল উৎপাদক চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন।

শেনচেন থেকে প্রায় ২৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কাঠামো। মঙ্গলবার নির্মাণকাজের সঙ্গে এর ডেলিভারিও সম্পন্ন হয়েছে। এ কাঠামোর মধ্যে রয়েছে এশিয়ার প্রথম সিলিন্ডার আকৃতির এফপিএসও কাঠামো হাইকুই নং-১ এবং এশিয়ার বৃহত্তম গভীর জলের জ্যাকেট কাঠামো হাইচি নং ২।

তেলক্ষেত্রটির উৎপাদন ব্যবস্থাপক ইউ হংখুন বলেছেন, এর ড্রিলিং প্ল্যাটফর্মটি অপরিশোধিত তেল নিষ্কাশন করে, এবং প্রিট্রিটমেন্টের পরে, অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ, স্টোরেজ এবং অন্যান্য সুবিধাগুলিতে পরিবহনের জন্য সিলিন্ডার আকারের কাঠামোতে পাঠায়।

এর মাধ্যমে তেলক্ষেত্রের উৎপাদনকাল প্রায় ৩০ বছর বাড়বে বলেও জানান ইউ।

দুটি বৃহৎ প্ল্যাটফর্ম এবং তেলক্ষেত্রের উৎপাদন ব্যবস্থাটি মোট সাতটি পাইপ দিয়ে সংযুক্ত। এই পাইপলাইনের সামগ্রিক দৈর্ঘ্য ৬৯ কিলোমিটার।

প্রকল্পের গবেষকরা জানালেন, এ কাঠামোর সাবমেরিন পাইপ এবং তারের কাঠামো ডিজাইন করতে ডিজিটাল সিমুলেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পানির নিচে পাইপ বসানোর কাজে ব্যবহার করা হয়েছিল রোবট। পানির ৩২৪ মিটার গভীরে পাইপ ও তার স্থাপনের কাজটিতে এক সেন্টিমিটারও এদিক-ওদিক হয়নি বলে নিশ্চিত করেছেন গবেষকরা।

৩৭ হাজার টন ওজন এবং প্রায় ৩০ তলা ভবনের সমান উঁচু হাইকুই নম্বর ১-এর সর্বোচ্চ ধারণক্ষমতা ৬০ হাজার টন তেল। বন্দরে ফিরে আসার আগে টানা ১৫ বছর এটি সমুদ্রে কাজ করতে পারবে।

অন্যদিকে, ৪২৮ মিটার উঁচু ও ৫০ হাজার টন ওজনের হাইচি-২ জ্যাকেট কাঠামোটি উচ্চতা, ওজন, অপারেশনাল গভীরতায় এশিয়ান রেকর্ড গড়েছে।

ফয়সল/শান্তা